
মো. আজহার উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া: বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস্ সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নতুন কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ মার্চ) বিসিডিএস ভবনের জহিরুল হক মিলনায়তনে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নতুন কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি কতুবউদ্দিনের সভাপতিত্বে নতুন কমিটির সকল নেতৃবৃন্দসহ বিভিন্ন উপজেলা থেকে আগত সাধারণ কেমিস্টদেরকে নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
এসময় বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস্ সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সিনিয়র সহসভাপতি মো. সানাউল হক ভূইয়া, সহসভাপতি এইচ এম মুরাদ, মো. খোরশেদ আলমসহ কমিটির সদস্য বিভিন্ন উপজেলা থেকে কেমিস্ট বৃন্দ উপস্থিত ছিলেন৷
উক্ত সাধারণ সভায় কেমিস্ট বান্ধব সমিতি এবং ওষুধ ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ ও সমিতিকে এগিয়ে নিতে সবার সহযোগিতা ও পরামর্শ চেয়েছেন কমিটির নেতৃবৃন্দ।