ব্রাহ্মণবাড়িয়ায় ৯ বছর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া, 26 February 2025, 15 বার পড়া হয়েছে,

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সদরে মজা কিনে দেবার কথা বলে রাস্তা থেকে তুলে নিয়ে ৯ বছরের এক শিশুকে ধর্ষণ চেস্টার অভিযোগ উঠেছে একই এলাকার দুই কিশোরের বিরুদ্ধে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ভিকটিম শিশুকে বাড়ির পাশের আলু খেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন।

অভিযুক্ত ইমরান মিয়া (১৬) বাসুদেব ইউনিয়নের বরিশল গ্রামের মালু মিয়া ছেলে এবং শাহিন (১২) একই এলাকার নিজাম উদ্দিনের ছেলে। তারা দুজনই ভিকটিমের দূরসম্পর্কের মামা।

হাসপাতাল ও ঘটনাসূত্রে জানা যায়, রোববার রাতে ভিকটিম শিশু চকলেটের জন্য বাড়ির পাশ্ববর্তী এক দোকানে গেলে অভিযুক্ত ইমরান ও শাহিন মজা কিনে দেবার কথা বলে রাস্তা থেকে তুলে নিয়ে বাড়ির পাশের আলু খেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে ভিকটিম ভয়ে চুপচাপ বাড়িতে আসে৷ পরেরদিন দুপুরে পেটে প্রচন্ড ব্যথা হলে ভিকটিম শিশু তার মায়ের কাছে ঘটনাটি খুলে বললে তারা ভিকটিম শিশুটিকে প্রথমে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়৷ এখানে অবস্থা অবনতি হলে পরে তারা ভিকটিম শিশুটিকে সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের গাইনী বিভাগে ভর্তি করেন।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোজাফ্ফর হোসেন ঘটনার বিষয়ে জানান, একটি নাবালক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছি৷ তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নিবো।