ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় অটোচালক নিহত

ব্রাহ্মণবাড়িয়া, 6 February 2025, 24 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজিচালিত অটোরিকসা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার রামরাইল ইউপির বিয়াল্লিশ্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. বায়জিদ মিয়া (১৮) সদর উপজেলার মাছিহাতা ইউপির গজারিয়া গ্রামের মো. শুক্কু মিয়ার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. মোজাফফর হোসেন জানান, বুধবার রাতে বিয়াল্লিশ্বর এলাকায় মল্লিকা সিএনজি গ্যাস পাম্প থেকে সিএনজিচালিত একটি অটোরিকসা গ্যাস নিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্হলেই অটোচালক বায়েজিদ মারা যায়। ঘাতক ট্রাক চালক ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা গ্রহন করা হবে।