নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ শিক্ষক সমিতি (বশিস)’র কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পদে ব্রাহ্মণবাড়িয়ার পাঁচ শিক্ষককে অন্তর্ভূক্ত করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে জেলার সকল শিক্ষক-কর্মচারীরা অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, বাংলাদেশের সর্ববৃহৎ বেসরকারি শিক্ষক সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস)’র কেন্দ্রীয় কমিটিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার লাপাং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোর্শেদুল ইসলাম লিটনকে বশিস’র কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সদর উপজেলার সুলতানপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক শফিকুল ইসলামকে শিক্ষা বিষয়ক সম্পাদক, আশুগঞ্জ উপজেলার আন্দিদিল আব্দুল কুদ্দুস্ স্কুল এণ্ড কলেজের সিনিয়র শিক্ষক উম্মে আছমা পলি প্রচার সম্পাদক এবং সদর উপজেলার সুহাতা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বশির আহমদ ভূইয়া ও ভাদুঘর মাহবুবুল হুদা পৌর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আবুল হাসানকে নির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। কেন্দ্রীয় কমিটিতে জেলার পাঁচজন শিক্ষককে অন্তর্ভূক্ত করায় বাংলাদেশ শিক্ষক সমিতি (বশিস)’র কেন্দ্রীয় কমিটির সভাপতি কিংবদন্তী শিক্ষক নেতা অধ্যক্ষ মো. সেলিম ভূইয়া ও মহাসচিব জাকির হোসাইনকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল শিক্ষক-কর্মচারীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় বলে অন্তর্ভূক্ত কমিটির নির্বাহী সদস্য মো. আবুল হাসান নিশ্চিত করেছেন।