আড়াইবাড়ী দরবার শরীফের ৮৬ তম ইছালে ছাওয়াব মাহফিল সম্পন্ন

ব্রাহ্মণবাড়িয়া, 2 February 2025, 81 বার পড়া হয়েছে,

অধ্যাপক শেখ কামাল উদ্দিন, বিশেষ প্রতিনিধি : লাখো জনতার আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত ঐতিহ্যবাহী আড়াইবাড়ী দরবার শরীফের ৮৬ তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল সম্পন্ন হয়েছে। উৎসবমুখর পরিবেশে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত ধর্মপ্রাণ মুসলমানগণ দরবার শরীফে সমবেত হন। পীরজাদা হযরত মাওলানা এবিএম গোলাম কিবরিয়া সাঈদীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে দরবারের গদ্দিনেশীন পীর মাওলানা মোহাম্মদ গোলাম খাবীর সাঈদী তালিম ও জিকির-আজকারের মাধ্যমে মাহফিলের সূচনা হয়।
৩১ জানুয়ারি বাদ জুমআ হতে শুরু হয়ে রাতব্যাপী এ মাহফিলে কুরআন সুন্নাহ মোতাবেক ওয়াজ নসিহত করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামি চিন্তাবিদগণ। হযরত মাওলানা প্রিন্সিপাল সাইয়্যেদ কামাল উদ্দিন আবদুল্লাহ জাফরী, শায়খ আহমাদ উল্লাহ, আওলাদে রাসুল মাহবুব ইজ্জুদ্দিন জাবেরী আল মাদানী, মাওলানা মোস্তাক ফয়েজী পীর সাহেব, প্রিন্সিপাল হাফিজুর রহমান, মাওলানা আরিফ বিল্লাহ সিদ্দিকী, মুহাদ্দিস মাওলানা মো. নুরুজ্জামান, মাওলানা মো. গোলাম কবির সাঈদী, ড. আ.জ.ম কুতুবুল ইসলাম নোমানী, মাওলানা এম হাসিবুর রহমান, মিজানুর রহমান আতিকী, ড. উসমান গনী, নোমান সিদ্দিকী, গোলাম পরোয়ার সাঈদী, ওবায়দুস সোবহান মামুন সাঈদীসহ দেশ বরেণ্য ওলামাগণ ওয়াজ করেন।

উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা আবু সাঈদ আসগর আহমাদ আল-কাদেরি (রাঃ) এর আওলাদ মাহফিলে উপস্থিত ছিলেন। এলাকায় জনসমুদ্রে পরিণত হয়ে উঠে।
শনিবার সকালে হযরত মাওলানা এবিএম গোলাম কিবরিয়া সাঈদী দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।