ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’র সদস্য আশিক স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল

ব্রাহ্মণবাড়িয়া, 10 January 2025, 6 বার পড়া হয়েছে,

মো. আজহার উদ্দিন,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর এর অন্যতম সদস্য ও দৈনিক পর্যবেক্ষণ এর জেলা প্রতিনিধি প্রয়াত সাংবাদিক আশিকুল ইসলাম আশিকের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) বাদ জুম্মা ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আজহার উদ্দিনের উদ্যোগে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

তিনি বলেন, আশিক বাতিঘরের একজন সক্রিয় সদস্য ছিল। সে খুব ভদ্র ও মানবিক ছেলে ছিল। ২০২৩ সালের ৯ জানুয়ারি রায়হান নামের এক যুবকের ছুরিকাঘাতে আশিক নিহত হয়। মৃত্যুর আগ পর্যন্ত আশিক শতাধিক বেওয়ারিশ লাশ দাফন করে৷ তার পাশাপাশি আশিক দৈনিক পর্যবেক্ষণের জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৫ সালে বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর গ্রামে জন্মগ্রহণ করেন সাংবাদিক আশিকুল ইসলাম আশিক।

উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে বাতিঘরের সদস্য রতন মিয়া, এসএ আরমান ও রিয়াজ খান উপস্থিত ছিলেন।

আশিকের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন সদর হাসপাতাল জামে মসজিদের ইমাম মাওলানা আনোয়ার হোসেন।