ব্রাহ্মণবাড়িয়ায় নব-দিগন্তের উদ্যোগে দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া, 9 January 2025, 61 বার পড়া হয়েছে,

মো. আজহার উদ্দিন,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় নব-দিগন্তের উদ্যোগে শতাধিক দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করেছে৷

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে জেলা হাসপাতালের আশপাশ, ফকিরাপুল ও রেলস্টেশনের অসহায় ও দুস্থ মানুষের মাঝে এসব খাবার বিতরণ করা হয়।

খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিশুকিশোর ও নারীনেত্রী কোহিনূর আক্তার প্রিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের প্রতিষ্ঠাতা সদস্য মোজাহিদ আরাবি, মোঃ আমান উল্লাহ, এবং রমজান মাহমুদ।

এছাড়াও সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়াসিম আকরাম, আবু বকর মোহাম্মদ আইমান, মাসুদুর রাহমান, সোহরাব, আব্দুর রহমান, আহমেদ মোস্তাফিজ, মোজাহিদ, ফাতেমা আক্তার, শিমু আক্তার, সামিরা আক্তারসহ আরও অনেকে।

সংগঠনের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল মুজিব মোহাম্মদ রাফী ও খায়রুল ইসলাম বলেন, “মানব সেবাই আমাদের লক্ষ্য”—এই স্লোগানকে সামনে রেখে আমরা মানবিক ও সেবামূলক কাজ করার অঙ্গীকার করেছি। সমাজের গরীব, অসহায় ও দুস্থ মানুষের পাশে থেকে তাদের জন্য কিছু করতে চাই। মহান রব আমাদের এই পথচলায় সহায় হোন। সকলের দোয়া ও সুপরামর্শ কামনা করছি।

উল্লেখ্য, নব-দিগন্তের এই উদ্যোগটি স্থানীয়দের কাছে প্রশংসিত হয়েছে এবং মানবতার সেবায় এটি এক অনুকরণীয় দৃষ্টান্ত।