অধ্যাপক শেখ কামাল উদ্দিন,বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় তালতলা সুন্নাহর আলো সংগঠন এর উদ্যোগে ইসলামী সাধারণ জ্ঞান প্রতিযোগিতা-২০২৫ শনিবার সকাল ১০টায় কসবা পৌরসভার তালতলা আল হেরা ইসলামিয়া দাখিল মাদরাসায় অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার ২৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম থেকে ১০ম শ্রেণী পর্যন্ত ৪’শ ৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।
প্রতিযোগিতায় বিজয়ীদের সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ২০ জনকে সুন্নাহর আলো সংগঠন পুরস্কৃত করবে । প্রথম স্থান অধিকারী ১৫ হাজার, ২য় স্থান অধিকারী ১০ হাজার ও ৩য় স্থান অধিকারী ৫ হাজার টাকা হারে পাবেন। এছাড়াও অবশিষ্ট ১৭ জন সম্মাননা পুরস্কার পাবেন। আগামী ১২ জানুয়ারি তালতলা কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে সংগঠন আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় দেশের বিভিন্ন এলাকা থেকে হাফেজে কোরআনগণ অংশগ্রহণ করবেন। ওই প্রতিযোগিতায় বিজয়ী ২০ জনসহ মোট ৪০জনকে পুরস্কার প্রদান করা হবে।
হিফজ প্রতিযোগিতায় ১ম বিজয়ীকে ৩০ হাজার, ২য় বিজয়ীকে ২০ হাজার ও ৩য় বিজয়ীকে ১০ হাজার টাকাসহ অন্যদের সম্মাননা প্রদান করা হবে। ১৩ জানুয়ারি সংগঠনের পক্ষ থেকে তাফসির মাহফিল অনুষ্ঠিত হবে।
মাহফিলে ঢাকা আসসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান দেশবরেণ্য আলেমে দ্বীন আল্লামা শায়েখ আহমাদুল্লাহ, আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মুফতি মো. আমিনুল ইসলাম ও অন্যান্য খ্যাতনামা আলেম উলামা উপস্থিত থাকবেন।
তালতলা সুন্নাহর আলো সংগঠনের পরিচালক মনিরুল ইসলাম জানান, তালতলা সুন্নাহর আলো সংগঠনটি একটি ইসলামিক ও শিক্ষামূলক সামাজিক সংগঠন। সমাজ ও শিক্ষার্থীদের মাঝে আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় জ্ঞান ছড়িয়ে দেয়ার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে।