কসবায় ফেনসিডিল ও স্কফ সিরাপসহ এক মাদক কারবারী আটক

ব্রাহ্মণবাড়িয়া, 29 December 2024, 55 বার পড়া হয়েছে,
শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদক বিরোধী  বিশেষ অভিযান চালিয়ে তেরো বোতল ফেন্সিডিল ও ১৫ বোতল স্কফ সিরাপসহ মোঃ শাওন মিয়া (২৩) নামের এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। (২৯ ডিসেম্বর) রবিবার ০৩:৩০ মিনিটে কসবা থানার এসআই (নিঃ) মোহাম্মদ ফারুক হোসেন তার সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে কসবা থানার জাজিসার উত্তর পাড়া ফকিরবাড়ীর মৃত লিটন মিয়ার বসত বাড়ীর সামনে থেকে উল্লেখিত মাদকসহ এ মাদক কারবারীকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত  শাওন মিয়া জেলার কসবা থানার কায়েমপুর ইউনিয়নের জাজিসার উত্তর পাড়া ফকির বাড়ির মৃত লিটন মিয়ার ছেলে। এ ব্যাপারে কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল কাদের বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। আটককৃত মাদক কারবারীর বিরুদ্ধে গৃহীত ব্যাবস্থা অনুযায়ী থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও জানান,আমাদের অভিযান অব্যাহত থাকবে।