ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালে চিকিৎসাধীন অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া, 26 December 2024, 16 বার পড়া হয়েছে,

মো. আজহার উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতনামা (৬০) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে অজ্ঞাত বৃদ্ধের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। গত মঙ্গলবার হাসপাতালের ডায়রিয়া বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হাসপাতাল ও পুলিশের তথ্যসূত্রে জানা যায়, গত ১৪ ডিসেম্বর বিকাল ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ব্রাহ্মণবাড়িয়ার জেনারেল হাসপাতালের ডায়রিয়া বিভাগে ভর্তি করা হয়। প্রায়ই ১০ দিন চিকিৎসার পর ওই অজ্ঞাত বৃদ্ধ মঙ্গলবারে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত বৃদ্ধ মারা গেছে। বৃদ্ধের পরিবারের কোনো খোঁজখবর মেলেনি।

তিনি আরও জানান, ওই বৃদ্ধের লাশের পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে ফিঙ্গারপ্রিন্ট নিতে বলা হয়েছে। অজ্ঞাত বৃদ্ধের পরিচয় শনাক্ত না হলে লাশটি ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর দাফন করবে।