শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০০ (দুইশত) বোতল ফেন্সিডিল ও একটি সাদা রংয়ের প্রাইভেটকার সহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃত আসামীরা হলেন, মোঃ রাকিব হোসেন (২০)পিতা -আকবর মিয়া, গ্রাম-লাওয়াই, থানা-দক্ষিন সুরমা,জেলা-সিলেট ও মোঃ শাহিবুর রহমান (২০)পিতা-মোঃ সাদু মিয়া, গ্রাম-দোস্তপুর, গ্রাম-জগন্নাৎপুর, জেলা-সুনামগঞ্জ। (২৬ ডিসেম্বর) বৃহস্পতিবার সকাল ১১ঃ০০ ঘটিকায় সময় আশুগঞ্জ থানায় কর্মরত এসআই (নিরস্ত্র) গাজী রবিউল ইসলাম তার ফোর্স সহ আশুগঞ্জ থানার চরচারতলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোলপ্লাজার পূর্বপাশে পাকা রাস্তার উপর থেকে মাদকসহ তাদেরকে গ্রেফতার করে।এ ব্যপারে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বিল্লাল বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্হান জিরো টলারেন্স। আটককৃত দুই মাদক কারবারীর বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা রুজু করে আইনআনুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।