মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ছলিমগঞ্জ ইউপির বড়াইল গ্রামের দাশপাড়ার উরেন্দ্র দাশের বাড়ীর একচালা টিনের ঘরের ভিতর বিপুল পরিমান মাদকদ্রব্যসহ একজনকে আটক করেন পুলিশ।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) আনুমানিক রাত ০৪:৪০ ঘটিকার সময় এসআই (নিঃ) আবদুল মোনাফ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এক বিশেষ অভিযান পরিচালান করে নবীনগর উপজেলার ছলিমগঞ্জ ইউপির বড়াইল গ্রামের দাশপাড়ার উরেন্দ্র দাশের বাড়ীর একচালা টিনের ঘরের ভিতর থেকে ২৫ বোতল ফেনসিডিল , ৩৮ বোতল গ্রাইন বোটকা (বিদেশী মদ), ১২ বোতল Signature (বিদেশী মদ), ৪৬ বোতল Mcdowells (বিদেশী মদ),১ কেজি গাঁজা, ৪ টি মোবাইল সেটসহ একজনকে গ্রেফতার করতে সক্ষম হয় ।
গ্রেফতারকৃত হলেন, মোঃ অপু মিয়া (২৪), নবীনগর উপজেলার ছলিমগঞ্জ ইউপি বড়াইল গ্রামের কলেজ পাড়া (দাশ পাড়া) খলিলুর রহমানের ছেলে অপর একজন একেই এলাকার আশিক আহাম্মদ (২৯), পিতা- খলিলুর রহমান, পলাতক।
অভিযান পরিচালনাকারী নবীনগর থানার কর্মকর্তা এসআই মোঃ আবদুল মোনাফ জানান, নবীনগর থানায় আসামিদের বিরুদ্ধে ২০১৮ ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ধারায় মামলা দায়ের করা হয়। এবং জব্দকৃত আলামত নবীনগর থানা হেফাজতে রাখা হয়।