ব্রাহ্মণবাড়িয়ায় ১ অটোরিকশা গ্যারেজের মালিকের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া, 23 December 2024, 13 বার পড়া হয়েছে,

মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মো.বিল্লাল মিয়া (৬০) নামে এক অটোরিকশা গ্যারেজের মালিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত বিল্লাল মিয়া উপজেলার আড়াইসিধা ইউনিয়নের মাধুর পাড়া এলাকার আব্দুল জব্বার মিয়ার ছেলে।

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার লালপুর ইউনিয়নের বায়েক এলাকার একটি রাস্তার পাশ থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনিয়ে নিতেই তাকে হত্যা করা হয়।

নিহতের বড় ভাই রহমত উল্লাহ জানান, গতকাল রবিবার (২২ ডিসেম্বর) বিকেলে বাড়ি থেকে বের হয় বিল্লাল মিয়া। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাত ১২টা নাগাদ অনেকেই তাকে দেখেছেন। সকালে তার মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী খবর দেয়।

আশুগঞ্জ থানার ওসি মো. বিল্লাল হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার পিঠে ছুরিকাঘাত ও গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।