মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলা থেকে র্যাব-৯, সিলেট এবং সেনা বাহিনীর যৌথ অভিযানে স্থানীয়ভাবে প্রস্তুতকৃত ১টি পাইপগানসহ ১ জনকে গ্রেফতার করেন।
ব্রাহ্মণবাড়িয়ার র্যাব-৯, সিলেট এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১১ ডিসেম্বর আনুমানিক রাত ২১:৩০ ঘটিকায় র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া ও বাংলাদেশ সেনা বাহিনী ৩৩ বীরের যৌথ অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার ১১ নং সুলতানপুর ইউপিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের দক্ষিন পাশে কুমিল্লা-সিলেট মহাসড়ক এলাকায় অভিযান পরিচালনা করে স্থানীয়ভাবে প্রস্তুতকৃত ১টি পাইপগান উদ্ধারসহ ১ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, মারুফ ইসলাম (২৭), ব্রাহ্মণবাড়িয়া সদর পৌরসভার শিমরাইলকান্দি মহল্লার মৃত হারুন অর রশিদ এর ছেলে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে আসামীর বিরুদ্ধে মামলা দায়ের পর গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়ার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও, র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।