সাংবাদিক পারভেজের চাচার মৃত্যুতে প্রেস ক্লাবের শোক

ব্রাহ্মণবাড়িয়া, 11 December 2024, 7 বার পড়া হয়েছে,
শাহজাহান সাজু,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের কার্যকরি সদস্য সাংবাদিক ফরহাদুল ইসলাম পারভেজ’র চাচা অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুল মতিন মাস্টারের মৃত্যুতে প্রেস ক্লাব নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সিনিয়র সহ-সভাপতি মো. জসীম উদ্দিন, সহ-সভাপতি নিয়াজ মোহাম্মদ খান বিটু, সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন বিপু,কোষাধ্যক্ষ মোশাররফ হোসেন বেলাল, দপ্তর সম্পাদক শাহজাহান সাজু, পাঠাগার ও ক্রীড়া সম্পাদক এইচ.এম. সিরাজ, সংস্কৃতি ও তথ্য প্রযুক্তি সম্পাদক মোজাম্মেল চৌধুরী, কর্যকরী সদস্য মীর মো. শাহীন এক শোক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য, গত সোমবার দিবাগত রাতে জেলার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের গোসাইপুর গ্রামের মোল্লা বাড়ির বাসিন্দা মরহুম আমিন মাস্টারের বড় ছেলে এবং সাংবাদিক ফরহাদুল ইসলাম পারভেজের চাচা আবদুল মতিন মাস্টার ৭১ বছর বয়সে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, পাঁচ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহীকে শোকাহত করে গেছেন।