ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ৩৩০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে গ্রেফতার   

ব্রাহ্মণবাড়িয়া, 6 December 2024, 10 বার পড়া হয়েছে,
মোঃ নিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা পুলিশ তিনশত ত্রিশ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে গ্রেফতার করেন।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ৩:২০ ঘটিকায় সরাইল  থানায় কর্মরত এসআই (নিরস্ত্র) মোহাম্মদ ফারুক হোসেন, এসআই (নিরস্ত্র) মোঃ জয়নাল আবেদীন, এসআই (নিরস্ত্র) মোঃ নুরুন নবী, এএসআই (নিরস্ত্র) রুবেল আখন্দ সঙ্গীয় ফোর্স সহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করার সময় সরাইল উপজেলার শাহবাজপুর ব্রীজের পূ্র্ব অংশে ঢাকা-সিলেট মহাড়সকের উপর সড়কের দক্ষিন পার্শ্বে পাকা রাস্তার উপর হইতে তিনশত ত্রিশ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, মোঃ আব্দুল্লাহ (২৯) মন্সিহাটি শাহবাজপুর গ্রামের মৃত রহমত আলীর ছেলে, মোঃ আবুল কালাম (৪৭) আতকা বাজার মুড়াহাটি শাহবাজপুর গ্রামের মৃত আবু তাহেরের ছেলে, মোঃ শাহ আলম (৪২) কালা মিয়ার বাড়ি মুড়াহাটি শাহবাজপুর গ্রামের মৃত মুন্নু মিয়ার ছেলে। সর্বথানা সরাইল, ব্রাহ্মণবাড়িয়া।
উল্লেখিত বিষয়ে সরাইল থানায় মামালা রুজু প্রক্রিয়াধীন।