কসবায় সবুজ সংঘের শিক্ষাবৃত্তি ও মানবিক সহায়তা আনুষ্ঠানিকভাবে প্রদান

ব্রাহ্মণবাড়িয়া, 6 December 2024, 84 বার পড়া হয়েছে,

আলাউদ্দিন ভূইয়া, কসবা প্রতিনিধি : সামাজিক সংগঠন সবুজ সংঘ’র শিক্ষাবৃত্তি ও মানবিক ভাতা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা বাজার মাঠে বৃহস্পতিবার দুপুরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ১৫ জন এসএসসি ও সমমানের পরীক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করেছে। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনৈক শিক্ষার্থীকে ১০ হাজার টাকা আর্থিক অনুদান এবং ২৬ জন অসহায় ব্যক্তিকে ১৩ হাজার টাকা মানবিক ভাতা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাড়েরা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আবুল খায়ের স্বপন। সবুজ সংঘের সভাপতি ও কসবা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. লোকমান হোসেন পলার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন; কসবা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও যুগান্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মো. সোহরাব হোসেন, কসবা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আবদুল হান্নান মাস্টার, খাড়েরা ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব ফারুক আহমেদ বাবু, সাংবাদিক মোঃ শাখাওয়াত হোসাইন পারভেজ, রুবেল আহমেদ, মোহাম্মদ জামশেদ মিয়া, মোহাম্মদ শাহপরান, মোহাম্মদ নাজমুল হক, কাজী দিপুসহ বিশিষ্টজনেরা।
প্রধান অতিথি মো. আবুল খায়ের স্বপন বলেন, “খাড়েরা সবুজ সংঘ দীর্ঘদিন ধরে সমাজের কল্যাণে আর্থিক সহায়তা দিয়ে আসছে। এই ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ জোগাবে এবং অসহায় মানুষদের জীবনে স্বস্তি আনবে।”
সংগঠনের সভাপতি মো. লোকমান হোসেন পলা বলেন, “আমরা সবসময় মানুষের পাশে থাকতে চাই। ভবিষ্যতেও সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের জন্য আরও কার্যকরী পদক্ষেপ গ্রহণ জরা হবে।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা শিক্ষাবৃত্তি পেয়ে আনন্দিত এবং ভবিষ্যতে ভালো ফলাফল করার প্রতিশ্রুতি দেয়। মানবিক সহায়তাপ্রাপ্ত ব্যক্তিগণ সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।