আশুগঞ্জে ১৫০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া, 5 December 2024, 16 বার পড়া হয়েছে,
শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৫০ বোতল ফেন্সিডিল সহ মোঃ শফিক (৩৪),পিতা- মৃত কফুর মিয়া,গ্রাম-এয়ারপোর্ট বরোশলা ও মোঃ রাহেল (২৫) পিতা- মোঃ আহাদ মিয়া, গ্রাম-মুংলিপাড় থানা ও জেলা উভয় সিলেট নামের দুই  মাদক কারবারীকে গ্রেফতার করেছে।পুলিশ ও মিডিয়া উইংসের তথ্য মতে, (৪ ডিসেম্বর) বুধবার সকাল ৬ ঘটিকার দিকে আশুগঞ্জ থানায় কর্মরত এস আই নিরস্ত্র রবিউল ইসলাম তার সঙ্গীয় ফোর্স সহ মাদক উদ্ধার অভিযান চালিয়ে আশুগঞ্জ থানার চরচারতলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোলপ্লাজার পূর্বপাশে পাকা রাস্তার উপর থেকে আসামীদের হেফাজত থেকে ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ একটি TATA EX-2 ট্রাক জব্দ করে।এ ব্যাপারে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বিল্লাল হোসেন জানান,বিচারিক কাজের অংশ হিসেবে তাদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় নিয়মিত মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।আমাদের অভিযান অব্যাহত থাকবে।