ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমানে ভারতীয় ইয়াবা ও গাঁজা আটক

ব্রাহ্মণবাড়িয়া, 2 December 2024, 14 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর মুকুন্দপুর বিওপির টহলদল বিপুল পরিমানে ভারতীয় ইয়াবা ও গাঁজা আটক করেন।
গত রবিবার (১ ডিসেম্বর) আনুমানিক ১৬.০০ ঘটিকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর মুকুন্দপুর বিওপির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২০০৮/৬-এস ও ২০০৭/৭-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চাঁনপুর এবং সেজামোড়া নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। উক্ত বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় ইয়াবা ৬,৬১৫ পিস এবং ভারতীয় গাঁজা ৪ কেজি আটক করতে সক্ষম হয়।
আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ১৯,৯৮,৫০০ টাকা। আটককৃত মাদকদ্রব্যসমূহ ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসকে অবগত করে পরবর্তীতে ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে যাতে ভারত হতে যে কোন প্রকার মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে।