৪৭০ বোতল ফেনসিডিলসহ ৫ জন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া, 1 December 2024, 7 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : র‌্যাব-৯, সিলেট এর পৃৃথক দুইটি অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার সদর ও বিজয়নগর উপজেলা থেকে ৪৭০ বোতল ফেনসিডিলসহ ৫ জনকে গ্রেফতার করেন।
র‌্যাব-৯, সিলেট এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, কোম্পানীর একটি আভিযানিক দল (৩০ নভেম্বর) আনুমানিক রাত ১:৩০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মাদক বিরাধী অভিযান পরিচালনা করে ১৪৮ বোতল ফেনসিডিলসহ ১ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ব্যক্তি জাকির হোসেন (২৬), বিজয়নগরের সিংগারবিল মাইজহাটি গ্রামের কামাল মিয়ার ছেলে।
দিনের অন্য একটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, কোম্পানীর একটি আভিযানিক দল (৩০ নভেম্বর) আনুমানিক ১৪:৪০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় মাদক বিরাধী অভিযান পরিচালনা করে ৩২২ ফেনসিডিলসহ ৪ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, মোঃ জিলায়োর হোসেন তরফদার প্রকাশ দেলোয়ার (৪০), মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার বাগাইজুরা গ্রামের মৃত আহম্মদ হোসেনের ছেলে, মোঃ  হাবিবুর রহমান (২০), মৌলভীবাজার সদর উপজেলার বনবিথি গ্রামের শহীদুল ইসলামের ছেলে, মোঃ শামিম আহম্মদ (৩১), সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার চঘরি গ্রামের মৃত ফরিদ উদ্দিনের ছেলে, পলাশ  দাস (৩৫), গোয়াইনঘাট উপজেলার সাহাপুর গ্রামের মৃত ক্ষীতিশ চন্দ্র দাসের ছেলে।
পরবর্তী আইনগত ব্যবস্হা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিদের ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।