মো. আজহার উদ্দিন,ব্রাহ্মণবাড়িয়া : ঐতিহাসিক শহীদ বাবরী মসজিদ দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবাদী কনফারেন্স অনুষ্ঠান উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আগামী সোমবার (২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে জমকালো আয়োজনের মাধ্যমে যুব ফোরাম ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে শহরের পৌর মুক্তমঞ্চে এই প্রতিবাদী কনফারেন্স অনুষ্ঠিত হবে৷
শনিবার (৩০ নভেম্বর) বিকালে পৌর মুক্তমঞ্চ মাঠে যুব ফোরামের আমির মাওঃ জুনাইদ কাসেমী সভাপতিত্বে ও মাওঃ আঃ মুমিন ফোয়াদের পরিচালনায় আগামী ২ ডিসেম্বর প্রতিবাদী কনফারেন্স অনুষ্ঠান উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
২০১৩ সালের শাপলা চত্বরে হেফাজতের আন্দোলনে গণহত্যা, ২০২১ সালের মোদি বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড, ২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে গণহত্যা বিচার দাবি ও বাবরী মসজিদ দিবস উপলক্ষে প্রতিবাদী কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান।
উক্ত প্রতিবাদী কনফারেন্স অনুষ্ঠান উদযাপনের প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন, মাওঃ রহমাতুল্লাহ কাসেমী, মাওঃ সালমান হায়দার, মাওঃ কামরুল ইসলাম নন্দনপুরী, মাওঃ ইমতিয়াজ আহমেদ, মাওঃ মনির হোসাইন, মাওঃ আসাদুল্লাহ প্রমুখ।