শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার কৃষ্ণনগর ইউনিয়নের সীতারামপুর ব্রীজের উপর ডাকাতির প্রস্তুতিকালে ২ টি দেশীয় তৈরি পাইপ গান (বন্দুক) ও ৪ রাউন্ড কার্তুজসহ চার ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। ২৪ নভেম্বর ২০২৪ ইং তারিখ রাত আনুমানিক ০২:৩০ মিনিটের দিকে তাদেরকে গ্রেফতার করা হয়। তারা হলেন, আলী প্র: জাহঙ্গীর(২৮) পিতা- মৃত সুদন মিয়া,আব্দুল হাদী (৩৫)পিতা-মোঃ হারুন অর রশিদ,মেরাজুল ইসলাম (২৫)পিতা-মোঃ রফিকুল ইসলাম ও মোঃ আবুল কালাম (৩০)পিতা- হাজী আব্দুল বারী উভয় গ্রাম – মহিনিপুর,ইউনিয়ন-চাঁনপুর,থানা- রায়পুরা,জেলা- নরসিংদী। পুলিশ ও মিডিয়া উইংসের তথ্যমতে, রাত ০১:৩৫ মিনিটের সময় এসআই আক্কাস আলী, এসআই মোঃ মাহমুদ হাসান তার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযানিক ডিউটি করা কালে কৃষ্ণনগর ইউনিয়নের সীতারামপুর ব্রীজের উপর থেকে ডাকাতির প্রস্তুতিকালে উপরে উল্লেখিত এই চার ডাকাতকে হাতে নাতে গ্রেফতার করে ও তাদের হেফাজত থেকে ২ টি দেশীয় তৈরি পাইপ গান (বন্দুক)ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করে। এ ব্যপারে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান,আটকৃত আসামিদের বিরুদ্ধে নবীনগর থানায় গৃহীত ব্যবস্থা অনুযায়ী মামলা রুজু করে বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে আদালতে প্রেরণ করা হয়েছে।