কসবায় সুষ্ঠুভাবে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া, 16 November 2024, 46 বার পড়া হয়েছে,

শেখ কামাল উদ্দিন,বিশেষ প্রতিনিধি : বাংলাদেশের বাছাইকৃত কিন্ডারগার্টেনের প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আওতাধীন প্রায় ৫০০০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এরই ধারাবাহিকতায় কসবা উপজেলার ১৫টি বিদ্যালয়ের প্রায় ৭০০ পরীক্ষার্থী অংশগ্রহণ করে। ১৬ নভেম্বর শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার শিক্ষার্থীরা উপজেলায় অবস্থিত তিনটি কেন্দ্রে এ বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে। কসবা উপজেলার কসবা আদর্শ উচ্চ বিদ্যালয়, কায়েমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, শিক্ষা সদন বায়েক উচ্চ বিদ্যালয় কেন্দ্রসমূহে সুষ্ঠুভাবে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এসোসিয়েশনের কসবা উপজেলা সভাপতি প্রভাষক মো. জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম জানান; কসবা উপজেলায় বরাবরের মতো এবারও শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এ বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ায় পরিচালনা পর্ষদ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক মহল খুবই আনন্দিত। এ পরীক্ষার উত্তরপত্রগুলো ঢাকায় কেন্দ্রীয়ভাবে মূল্যায়ন করা হবে। অনলাইনের মাধ্যমে ফলাফল ঘোষণা করে মেধাবৃত্তির অর্থ ও সনদ প্রদান করা হবে।