শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : “কৃষিই সমৃদ্ধি” এই স্লোগান কে সামনে রেখে কৃষি সম্প্রসারন অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-২ মৌসুমে পুনর্বাসন কর্মচারীর আওতায় অতিবৃষ্টি,বন্যা ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে চাষ যোগ্য হাইব্রিড জাতের সব্জি বীজ,সার ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। এসময় এর আওতায় বিনামূল্যে প্রণোদনাপ্রাপ্ত মোট ৯০০ জন কৃষক তাদের বিভিন্ন জাতের হাইব্রিড বীজ সার ও নগদ অর্থ গ্রহণ করে। পুনর্বাসন কর্মসূচির হাইব্রিড বীজের মধ্যে ছিলো, ফুলকপি-৫ গ্রাম, বাধাকপি-৫ গ্রাম, ব্রকোলি-২ গ্রাম,টমেটো-৩ গ্রাম,মিষ্টি কুমড়া-১০ গ্রাম,বেগুন-৫ গ্রাম,লাউ-৫ গ্রাম,মরিচ-৫ গ্রাম,সার-DAP প্রত্যেকে ১০ কেজি,MOP- প্রত্যেকে ১০ কেজি,এছাড়াও এর আওতায় প্রত্যেকে পান নগদ ১০০০ (এক হাজার) করে অর্থ। (৩রা নভেম্বর ) রবি বার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড বীজ, সার ও নগদ অর্থ বিতরন কালে এসময় উপস্হিত ছিলেন, সদর ব্রাহ্মণবাড়িয়ার কৃষি অফিসার শাহানা বেগম,অতিরিক্ত কৃষি অফিসার সালমা সুলতানা,উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আনোয়ারুল হক,উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা ও সকল উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।
মোবাইল – ০১৮১৭০২৬৩৬৭