ব্রাহ্মণবাড়িয়ায় যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

ব্রাহ্মণবাড়িয়া, 28 October 2024, 21 বার পড়া হয়েছে,

মো. আজহার উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ অক্টোবর) সকালে যুবদল ও ড্যাবের আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

ইঞ্জিনিয়ার শ্যামল বলেন, বিগত দিনে জনগণকে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত করা হয়েছিল। দেশে সর্বক্ষেত্রে দুর্নীতিতে ছেয়ে গিয়েছিল। যে কারণে ছাত্র-জনতা মাঠে নেমেছিল এবং স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটেছিল। গৌরব সংগ্রাম ঐতিহ্য ও সাফল্যের লক্ষ্যে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে সাধারণ মানুষের ‌ফ্রি মেডিকেল ক্যাম্প করায় ‌যুবদল ও ড্যাবকে ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সব নেতাকর্মীকে জনসেবায় কাজ করতে হবে।

জেলা যুবদলের সভাপতি মো. শামীম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া, জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক এবিএম মমিনুল হক, জেলা ড্যাবের সভাপতি ডা. মকবুল হোসেনসহ জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পরে রক্তদান কর্মসূচির মধ্যদিয়ে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়। মেডিকেল ক্যাম্পে হৃদরোগ, মেডিসিন, কিডনি, ডায়াবেটিস ও গাইনিসহ বিভিন্ন বিষয়ে ৩০ জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করছেন। ডায়াবেটিস ও ব্লাড প্রেশার পরীক্ষাসহ রোগীদের বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। এ সময় ফ্রি চিকিৎসা সেবা পেয়ে খুশির কথা জানিয়েছেন সেবাগ্রহীতারা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, সহ সভাপতি রাশেদ কবির আকন্দ, ড্যাবের যুগ্ম- সাধারণ সম্পাদক ডা. আখতার হোসেন ও ডা. হিমেল খানসহ জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।