ব্রাহ্মণবাড়িয়ায় এক গ্রেফতারি পরোয়ানার আসামী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া, 27 October 2024, 104 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় মারধর ও হুমকি-ধামকির মামলায় অভিযুক্ত কাজল দেব (৬০)কে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া শহরের টান বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। কাজল দেব শহরের পশ্চিম পাইকপাড়ার মৃত ফণি ভূষন দেবের পুত্র।
তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ ২০২৩ সনের ২৬ ডিসেম্বর নন এফআইআর প্রসিকিউশন (নং-১১০) দাখিল করার পর প্রসিকিউশনটি আমলে নেন আদালত। পরে কাজল দেবসহ ৫ জনের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতে চার্জ গঠন করা হয়। এদিন কাজল দেব আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারী করেন আদালত।
সেই পরোয়ানামূলে তাকে গ্রেফতার করে থানা পুলিশ। তাকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।
জানা গেছে, আদালতের একটি আদেশকে কেন্দ্র করে গত ২০২৩ সনের ৫ ডিসেম্বর দুপুরে কুমারশীল মোড় পুকুরপাড় এলাকায় প্রীতম কুমার মল্লিককে অতর্কিতভাবে আক্রমন করে ফনি ভূষণ দেব, সঞ্জয় মোদক, কাজল, শংকর দেব গুপ্ত ও শিবলু চৌধুরী গং। পরে সাক্ষীগণ প্রীতমকে ফনি ভূষন দেব গংদের কবল থেকে উদ্ধার করে। পরদিন ৬ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বাসিন্দা ফনি ভূষণ দেব, সঞ্জয় মোদক, কাজল, শংকর দেব গুপ্ত ও শিবলু চৌধুরীসহ অজ্ঞাতনামা কয়েকজনকে বিবাদী করে প্রীতম কুমার মল্লিক সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেন (নং-৭৯৫)। সদর থানার এসআই মুম্মদ মাহমুদ মঈন ঘটনার তদন্ত করে আদালতে প্রসিকিউশন দাখিল করেন।