খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ব্রাহ্মণবাড়িয়ায় দোয়া

ব্রাহ্মণবাড়িয়া, 21 October 2024, 60 বার পড়া হয়েছে,

মো. আজহার উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ব্রাহ্মণবাড়িয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ অক্টোবর) রাত ৯টার দিকে শহরের মধ্যপাড়া শান্তিবাগে শ্রমিকদল ও যুবদলের উদ্যোগে এই দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শ্রমিকদল ও যুবদলের আয়োজিত দোয়া অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মো.মহাসীন মোল্লা, জেলা বিএনপির আলী আজ্জম, জসিম উদ্দিন রিপন, পৈার বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম, পৈার বিএনপির সহসভাপতি জসিম উদ্দিন, নুরুল ইসলাম শিশির, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা শ্রমিকদলের সভাপতি হেফজুল বারী, সাধারণ সম্পাদক মোস্তোফা, ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, জেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ তৈমুর, জেলা যুবদলের সহ- সভাপতি আশিকুল ইসলাম সুমন, রাসেদুল হক, সাঈদ হাসান সানি, সদর উপজেলার ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান সোহেল, বিএনপি নেতা তাজুল ইসলাম ও শিশু মিয়া উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, বিগত ১৬ বছরে আওয়ামী লীগের দুঃশাসনে আমরা পরিবার পরিজন নিয়ে বিভিন্ন হামলা-মামলায় নির্যাতিত হয়েছিলাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা বিচারে দীর্ঘদিন ধরে জেলখানায় আটক রাখা হয়েছিল। তাকে চিকিৎসা নেওয়ারও সুযোগ দেইনি স্বৈরাচার শেখ হাসিনার সরকার। আল্লাহর অশেষ রহমতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ মুক্ত। আমরা সকলে তার জন্য দোয়া করি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।

ব্রাহ্মণবাড়িয়া পৌর শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক মো. ইউসুফ মিয়া, মো. এরশাদ মিয়া ও ৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোহাম্মদ আলী, সিনিয়র সহসভাপতি আব্দুর রাজ্জাক ও সাবেক সহসভাপতি মো. আরিফের আয়োজনে এই দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিল পরিচালনা করেন শান্তিবাগ জামে মসজিদের খতিব মাওলানা আবুল খায়ের।

উল্লেখ্য, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবত হার্ট, লিভার, কিডনী, ডায়বেটিসসহ বিভিন্ন দুরারোগ্য রোগে ভুগছেন।