জাতীয়তাবাদী শ্রমিকদল ব্রাহ্মণবাড়িয়া জেলা রিক্সা ও ভ্যান শাখার উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া, 12 October 2024, 21 বার পড়া হয়েছে,

শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল ব্রাহ্মণবাড়িয়ায় জেলা রিক্সা ও ভ্যান শাখার উদ্যোগ এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। (১২ অক্টোবর) শনিবার বিকেল ৪ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মস্তুফার সঞ্চালনায় শহরের প্রানকেন্দ্র আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চ (কাচারিপাড়ে) অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির কেন্দ্রিয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। শ্রমিক নেতা হেজবুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্হিত থেকে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বি এনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন। মিছিলে মিছিলে জনস্রোতে রুপান্তরিত হওয়া শ্রমিক সমাবেশে প্রধান অতিথি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল তার বক্তব্যে বলেন, বিগত ১৬ বছর রিক্সা শ্রমিকদের ভাগ্য নিয়ে যেভাবে ছিনিমিনি খেলা হয়েছে এবং তাদের উপর ক্ষমতা ভোগীরা নিজেদের সুবিধা আদায়ের জন্য যে অত্যাচার নির্যাতন করেছে তা আর তাদের করতে দেওয়া হবেনা। তিনি বলেন,আওয়ামী দুঃশাসনের সরকার সারা দেশে এক লুটপাটের রাজনীতি কায়েম করেছিল। যার খেসারত আমার শ্রমিক ভাইদের প্রতিটি পদে পদে দিতে হয়েছে। আমরা এখন শ্রমিক থেকে শুরু করে সাধারণ মানুষ কিভাবে উপকৃত হবে সেভাবে এগোচ্ছি। আগামীতে ভালো কাজের মধ্য দিয়ে জনগনকে সাথে নিয়ে আমরা পথ চলবো সেজন্য জনগণের রায় হবে আসল রায়। এছাড়া শ্রমিক সমাবেশে শ্রমিক নেতারা শ্রমিকদের দাবী আদায়ের লক্ষে ব্রাহ্মণবাড়িয়া পৌর সভার বর্তমান পৌর প্রশাসক বরাবর রিক্সা ও ভ্যান মালিক শ্রমিকদের পক্ষ থেকে ৮ টি ন্যায্য দাবী উপস্হাপন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এড. শফিকুল ইসলাম, এড. গোলাম সারোয়ার খোকন, যুগ্মসম্পাদক এবিএম মমিনূল হক, এড. তরিকুল ইসলাম রোমা, আলী আজম, এড: আনিসুর রহমান মঞ্জু, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক জসিম উদ্দিন রিপন, সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম, বিএনপি নেতা আলী আজম, মাঈনুল হক, নজরুল ইসলাম, মাঈনুল ইসলাম চপল।পৌর বিএনপির সভাপতি নজির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদ, যুবদল নেতা আতিকুল হক জালাল, জসিম উদ্দিন, রাশেদুল হক, রাশেদ কবির আকন্দ, জুয়েল খান, তাপস,আজহার উদ্দিন চৌধুরী দিদার, সোহাগ মিয়া, মামুন মিয়া, যুবনেতা সাঈদ হাসান সানি, মোকারম হোসেন আদি, রাশেদ সওদাগর, কামরুল, মহিবুর রহমান ডিকন। জেলা ছাএদলের যুগ্ন আহবায়ক সাজিদুর রহমান, রেদওয়ান হক শিশ, শাহাদত হোসেন হৃদয়সহ প্রমুখ। এছাড়া বিএনপি, যুবদল, ছাএদল শ্রমিকদলসহ বি এন পির সকল অঙ্গ ও সহযোগী সংগঠমের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।