ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবি সেক্টর কমান্ডারের পুজা মন্ডব পরিদর্শন

ব্রাহ্মণবাড়িয়া, 8 October 2024, 7 বার পড়া হয়েছে,
নিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গোৎসব উদযাপন উপলক্ষে পূজামন্ডব পরিদর্শন করেছেন বিজিবি’র কুমিল্লা সেক্টর সদর দপ্তরের সেন্টর কমান্ডার কর্ণেল রেজাউল কবির পিবিজিএম। সোমবার সকাল থেকে কসবা পৌর শহরের কেন্দ্রীয় শ্রী শ্রী গোবিন্দ জিউর মন্দিরসহ অন্যান্য মন্দির ও পুজা মন্ডব পরিদর্শন করেন। পরিদর্শকালে সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল জাবের বিন জাব্বার পিএসসিসহ অন্যান্য কর্মকর্তাগন কসবা প্রেসক্লাব সাধারন সম্পাদক আবুল খায়ের স্বপন, আখাউড়া প্রেসক্লাব সাধারন সম্পাদক ফজলে রাব্বিসহ গোবিন্দ জিউর মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। কসবা সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপনে বিজিবির পক্ষ থেকে সব ধরনের নিরপত্তা দেয়ার আশ্বাস দেন সেক্টর কমান্ডার কর্ণেল রেজাউল কবির। এসময় তিনি নির্বিঘেœ পুজা উদযাপনে এলাকার সচেতন মহলের সহযোগিতা কামনা করেন।