ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন – পুলিশ সুপার

ব্রাহ্মণবাড়িয়া, 5 October 2024, 7 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় আসন্ন দুর্গা পূজা উপলক্ষে নাসিরনগর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন পুলিশ সুপার।
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ অক্টোবর জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) প্রতিকূল আবহাওয়ার মধ্যে  নাসিরনগর উপজেলা দত্তবাড়ি পূজা মন্ডপ এবং আন্দ্রাবহর পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।
পরিদর্শন কালে পুলিশ সুপার মন্দির কমিটি ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ সনাতন ধর্মাবলম্বী সাথে আলোচনা করেন এবং দুর্গাপূজার প্রস্তুতি সম্পর্কে খোঁজ খবর নেন।
এসময় অফিসার ইনচার্জ, নাসিরনগর থানাসহ অন্যান পুলিশ সদস্যগন উপস্থিত ছিলেন।
পুলিশ মিডিয়া উইংস, ব্রাহ্মণবাড়িয়া, প্রেস রিলিজ থেকে এতথ্য জানানো হয়।