নবীনগরে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু, পাঁচদিনে ঝড়লো তিন প্রাণ

ব্রাহ্মণবাড়িয়া, 25 September 2024, 24 বার পড়া হয়েছে,
শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নবীনগর রাধিকা সড়কে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ কলেজ মোড়ে আজ ২৫ সেপ্টেম্বর (বুধবার) সকালে সড়ক দুর্ঘটনায় শিবপুর ওস্তাদ আলাউদ্দিন খাঁ বিদ্যানিকেতনের প্রথম শ্রেণী ছাত্রী জবা রানী বিশ্বাস (৬) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত জবা রানী বিশ্বাস শিবপুর গ্রামের সূর্য বিশ্বাসের মেয়ে।
জানা যায়, নিহত শিক্ষার্থী জবা রানী বিশ্বাস প্রতিদিনের মতো বুধবার সকালে স্কুলে যাবার সময় রাস্তা পারাপার হতে গেলে দ্রুতগামী একটি সিএনজি তাকে ধাক্কা দিলে সে গুরুত্বর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়ার পথে পথিমধ্যে সে দুপুর দুইটার দিকে মারা যায়। এ ব্যাপারে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবীর বলেন,ঘাতক সিএনজি চালক দুর্ঘটনার পর পালিয়ে গেছে তবে সিএনজিটি আটক করে আমরা আমাদের হেফাজতে রেখেছি।নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ করা হয়নি অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য,
নবীনগর রাধিকা সড়কে গত পাঁচ দিন দুই শিশুসহ তিনজন নিহত হয়েছে।