আখাউড়ায় ১১৫০ কেজি কফিসহ তিনজন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া, 20 September 2024, 18 বার পড়া হয়েছে,

শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের বিশেষ অভিযানে ১১৫০ কেজি ভারতীয় কফিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২০ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ধরখার নামক এলাকা থেকে কসবা উপজেলার হারিয়াবহ গ্রামের শামসু মিয়ার ছেলে কাউছার মিয়া (৪০), বড়টুবার কুদ্দুস মিয়ার ছেলে আবু কালাম (৪২) ও ধজনগর গ্রামের নুরু মিয়ার ছেলে সেলিম মিয়া (৫৫) কে আটক করা হয়। এ ব্যাপারে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল হাসিম জানান,এসআই মোবারক হোসেন ও সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে আসামী তিনজনকে গ্রেফতার করা হয়েছে । তিনি আরও বলেন, অভিযানে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থার অংশ হিসেবে আমাদের থানা পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করে বিচার নিশ্চিত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।