মো. আজহার উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া : ব্র্রাহ্মণবাড়িয়ায় দুটি পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক (২২) ও অজ্ঞাত বৃদ্ধ (৫৫) দুইজন নিহত হয়েছেন।
বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার বড়হরণ ও আশুগঞ্জ উপজেলার যাত্রাপুর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) এস.আই সুব্রত বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার সকালে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বড়হরণ এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা অজ্ঞাত ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক গুরুতর ভাবে আহত হয়। পরে ৯৯৯ ফোন পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা যুবককে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, একই সময়ে আশুগঞ্জ উপজেলার যাত্রাপুর এলাকায় অজ্ঞাত ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক বৃদ্ধ মারা গেছেন। দু’জনের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তিনি আরও জানান, অজ্ঞাত দুজনের লাশের পরিচয় শনাক্ত করতে পিবিআই ফিঙ্গারপ্রিন্ট নিতে বলা হয়েছে।
এদিকে, আগামীকাল বৃহস্পতিবার বাদ যোহর বেওয়ারিশ লাশের দাফনকাজ করা হবে বলে জানান ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো.আজহার উদ্দিন।