ব্রাহ্মণবাড়িয়ায় অধ্যক্ষ থেকে জোরপূর্বক পদত্যাগপত্র নেয়ার প্রতিবাদে স্মারকলিপি

ব্রাহ্মণবাড়িয়া, 8 September 2024, 45 বার পড়া হয়েছে,

আদিত্ব্য কামাল : ব্রাহ্মণবাড়িয়ায় আব্দুল মোনেম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হোসনে আরা বেগমে থেকে জোরপূর্বক পদত্যাগ পত্র আদায়ের প্রতিবাদে এবং তাঁকে পূনর্বহালের দাবীতে স্মারকলিপি দিয়েছে কলেজের শিক্ষার্থীরা। রোববার বিকেলে কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম শেখ এর কাছে শিক্ষার্থী মন্টু মিয়া, মোজাহিদ আহমেদ, শরীফ উল্লাহ, সানিসহ অন্যান্য শিক্ষার্থীরা স্মারকলিপি তুলে দেন। এরআগে একটি প্রতিবাদ মিছিল নিয়ে তারা ইউএনও অফিসে আসেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিজেশ্বর আব্দদুল মোনেম মহাবিদ্যালয়ের একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রী স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, গত ১৯ আগষ্ট কিছু সংখ্যক ছাত্রছাত্রীকে নিয়ে বহিরাগত ছেলে-মেয়েরা অধ্যক্ষ হোসনে আরা বেগমকে প্রাণ নাশের হুমকি দিয়ে জোরপূর্বক একটি টাইপ করা কাগজে স্বাক্ষর করতে বাধ্য করেন। যা পদত্যাগ পত্র বলে তারা দাবী করছে। আমরা এই পদত্যাগ মানি না। তিনি একজন আদর্শবান শিক্ষক। প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীদের মঙ্গল কামনা ছাড়া ভিন্ন কিছু চিন্তা করেন না। সার্বক্ষনিক ছাত্রছাত্রীর লেখা-পড়ার তদারক করেন। তাঁর এ অবস্থার জন্য আমরা লজ্জিত। শিক্ষার্থীরা অতি দ্রুত সময়ের মধ্যে অধ্যক্ষকে কলেজে ফিরিয়ে আনার এবং তাঁর সাথে সকল অন্যায়ের বিচারের প্রার্থনা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি মো. সেলিম শেখ বিষয়ের সত্যতা নিশ্চিত করে জানান, ‘কলেজ অধ্যক্ষকে পূর্ণবহালের দাবীতে শিক্ষার্থীরা একটি স্মারকলিপি দিয়েছেন। এই বিষয়ে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।