কলেজে ছাত্রীদের টয়লেট থেকে নবজাতক উদ্ধার

সারাদেশ, 6 September 2021, 439 বার পড়া হয়েছে,

জনতার খবর : খাগড়াছড়ি সরকারি কলেজে ছাত্রীদের কমনরুমের টয়লেট থেকে এক নবজাতক উদ্ধার করা হয়েছে।

শিক্ষার্থীদের কাছ থেকে খবর পেয়ে সোমবার বেলা ১১টার দিকে কলেজ কর্তৃপক্ষ মেয়ে শিশুটিকে উদ্ধার করে। তবে কে নবজাতককে রেখে পালিয়ে গেছে তার সন্ধান পাওয়া যায়নি।

কলেজের প্রভাষক রশমি চাকমা বলেন, ২০২১ শিক্ষাবর্ষের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট জমা নেয়ার নির্ধারিত দিনে অনেক শিক্ষার্থী এসেছিল। হঠাৎ করে কান্নার শব্দ শুনে খোঁজাখুঁজির পর টয়লেট থেকে কন্যাশিশুকে উদ্ধার করেন অফিস সহায়ক রেনু ধর। তাকে মাতৃকল্যাণ হাসপাতালে ভর্তি করে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সদর হাসপাতালের চিকিৎসক রিপল বাপ্পি চাকমা বলেন, ‘নবজাতকটি সুস্থ আছে। তারপরও সবদিক বিবেচনা করে হাসপাতালে তাকে আমরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছি। শিশুটির বয়স দুই-এক দিন হবে।’

সদর হাসপাতালের সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হাসান জানান, নবজাতকটির চিকিৎসাসহ তার পরিচর্যায় সব ধরনের ব্যবস্থা নিতে কর্তৃপক্ষ থেকে নির্দেশনা এসেছে। নবজাতকের কোনো অভিভাবক পাচ্ছি না। তাই অভিভাবক নির্ধারণে আইনি প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।