বৈষম্যবিরাধী ছাত্র আদালনে নাশকতা সষ্টিকারী অন্যতম পলাতক আসামীকে গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া, 5 September 2024, 13 বার পড়া হয়েছে,
মোঃ নিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : সিলেট বিশ্বনাথ এলাকা থেকে বৈষম্যবিরাধী ছাত্র আদালনে নাশকতা সষ্টিকারী অন্যতম পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯, সিলট।
র‌্যাব-৯ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিত র‌্যাব-৯, সিলেট, সিপিএসসি এর একটি আভিযানিক দল ৪ সেপ্টেম্বর অনুমানিক ১৩:১০ ঘটিকায় সিলেট বিশ্বনাথ এলাকায় অভিযান পরিচালনা করে বৈষম্যবিরাধী ছাত্র আদালনে নাশকতা সষ্টিকারী ( সিলেট বিশ্বনাথ থানার এফআইআর নং-১২/৭৮, তারিখঃ ২১ আগষ্ট ২০২৪ ইং, ধারাঃ ১৪৩  /১৪৭ /১৪৮ /১৪১ /৩২৩ /৩২৪ /৩২৫/৩২৬/৩০৭/৪৩৮/১১৪/১০৯/ দন্ড বিধি আইন ১৮৬০;) এর মূল অন্যতম পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী বিশ্বনাথ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল আহমদ মতছিন (৫০), পিতা-মৃত আছকির আলী, বিশ্বনাথ, সিলেট।
পরবর্তী আইনি ব্যবস্হা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে সিলেট বিশ্বনাথ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও, উক্ত মামলার অন্যান্য পলাতক আসামীদর গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৯, সিলেট এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।