ব্রাহ্মণবাড়িয়ায় পৃথকস্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া, 2 September 2024, 22 বার পড়া হয়েছে,

মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল জহিরুল ইসলাম (২৫) ও নাসিরনগরে নাসির ভূইয়া (৫১) নামের দু’জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে।

সোমবার (২ সেপ্টেম্বর) বেলা ১০ টার দিকে সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামের মধ্যপাড়া এলাকায় ও বেলা ১১ টার দিকে নাসিরনগর সদর ইউনিয়নের কুলিকুন্ডা গ্রামে পৃথক এ ঘটনা ঘটে।

নিহত জহিরুল ইসলাম সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামের পশ্চিমপাড়া এলাকার আমির খানের ছেলে ও নিহত নাসির ভূইয়া নাসিরনগর উপজেলার কুলিকুন্ডা গ্রামের আব্দুর রউফ ভূইয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহাগ রানা জানান, উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামের মধ্যপাড়া এলাকায় সুমন মিয়ার রিকশার গ্যারেজে জহিরুল রিকশার ব্যাটারি চার্জ দিতে যায়। এ সময় গ্যারেজের মাটিতে পরে থাকা বিদ্যুতের তার অসাবধানতাবশত জহিরুলের বাম পায়ে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিসৎক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, উপজেলার কুলিকুন্ডা গ্রামের নাসির ভূইয়ার বসত ঘরের বৈদ্যুতিক পাখার সুইচে সমস্যা ছিলো। সকালে নাসির ভূইয়া বৈদ্যুতিক পাখার সুইচ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।