শেখ হাসিনার বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ব্রাহ্মণবাড়িয়া, 21 August 2024, 49 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ছাত্রজনতার গণ অভ্যুত্থানে দেশব্যাপী গণহত্যার সরাসরি নির্দেশদাতা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নেতাকর্মীরা।
বুধবার (২১ আগস্ট) দুপুরে শহরের জেলা পরিষদ থেকে  শুরু হয় ছাত্রদলের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল। পরে মিছিলটি ফকিরাপুল হয়ে কালিবাড়ি মোড়ে এসে শান্তিপূর্ণ অবস্থান নেয়। এসময় মিছিলে নেতৃত্ব দেন জাতীয়তাবাদী ছাত্রদল ব্রাহ্মণবাড়িয়া জেলার শাখার সাবেক আহ্বায়ক ফুজায়েল চৌধুরী।
ফুজায়েল চৌধুরী বলেন, ২৮ অক্টোবরের লগি বৈঠার তান্ডব, বিএনপি ও সহযোগিতা সংগঠনের হাজার হাজার নেতাকর্মী গুম-খুন, শাপলা চত্বরে রাতের অন্ধকারে শতশত আলেম ও ছাত্রকে পৈশাচিক গণহত্যাসহ স্বৈরাচারী শেখ হাসিনার নেতৃত্বে জুলাই–আগস্ট মাসে পরিকল্পিত ছাত্রদের উপর হত্যাযজ্ঞ চালানো হয়েছে। শেখ হাসিনাকে দেশে এনে বর্বর হত্যাযজ্ঞের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের ব্যবস্থা করতে হবে।
এ সময় তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে হাসিনার গুন্ডাবাহিনী স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। অসংখ্য সাধারণ শিক্ষার্থীর জীবন বিপন্ন করেছে। সাধারণ শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক আন্দোলনে পাশে থাকার ঘোষণা দিয়ে তিনি বলেন, অতীতের ন্যায় ভবিষ্যতেও ছাত্রদল শিক্ষার্থীদের অধিকার আদায়ের সংগ্রামে পাশে থাকবে। এসময় তিনি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।উক্ত বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ন-আহ্বায়ক সাজিদুর রহমান সাজিদ, রেজুয়ানুল হক শীষ, ছাত্রদল নেতা মেহেদী হাসান, ফাহিম, নাঈম, আফজাল হোসেন, সাইফুল ইসলাম, মো. জিহাদ, তানিম ও আরমান সহ শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।