নবীনগরে কেঁরির ট্যাবলেট খেয়ে গৃহিণীর আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়া, 10 August 2024, 15 বার পড়া হয়েছে,

মো. আজহার উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কেঁরির ট্যাবলেট খেয়ে নাজমা বেগম (২৫) নামের এক গৃহিণী আত্মহত্যা করেছে৷

মঙ্গলবার (৬ আগস্ট) রাত ৯টার দিকে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গৃহিনীর মৃত্যু হয়।

নাজমা বেগম উপজেলার বড়াইল ইউনিয়নের গোসাইপুর গ্রামের বেপারী পাড়ার কামাল মিয়ার মেয়ে ও সজল মিয়ার স্ত্রী।

নিহতের মা লাইলী বেগম জানান, গত ৯ বছর আগে বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের চান্দুরা গ্রামের মৃত আহাব আলীর ছেলের সজল আলীর সাথে নাজমার পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের পর স্বামী নিয়ে মায়ের গোসাইপুর খায়েশ মিয়ার ভাড়া বাড়িতে থাকতেন৷ আজকে বিকালে পাশের বাড়ির আরেক ভাড়াটিয়া লিপির সাথে নাজমার দেহব্যবসা নিয়ে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে সবার অজানতে গিয়ে ঘরে রাখা কেঁরির ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে পরিবারের সদস্যরা মুমূর্ষু অবস্থায় নাজমাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করেন৷ জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাজমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন৷

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, হাসপাতাল থেকে শুনেছি নাজমা নামের এক গৃহিণী আত্মহত্যা করেছে। নিহতের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।