ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া রুটে তিতাস কমিউটার ট্রেন সার্ভিস চালু

ব্রাহ্মণবাড়িয়া, 1 August 2024, 29 বার পড়া হয়েছে,
মোঃ নিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : সরকারী নির্দেশনা অনুযায়ী আজ থেকে  ব্রাহ্মণবাড়িয়া – ঢাকা রেল পথে শুধুমাত্র কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে। কোটা আন্দোলনের কারনে সৃষ্ট পরিস্থিতিতে প্রায় ২ সপ্তাহ যাবৎ সব ধরনের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ ছিল। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের  ষ্টেশন মাষ্টার শাকির জাহান জানান , বৃহস্পতিবার ১লা আগষ্ট থেকে ব্রাহ্মণবাড়িয়া – ঢাকা রেল পথে তিতাস কমিউটার ট্রেন চলাচল শুরু  করেছে। তবে ট্রেনের সময়সূচীতে  কিছুটা পরিবর্তন এসেছে। ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে  সকাল ১০টায় ছেড়ে আসবে এবং পুণরায় দুপুর ১ টা ১০ এ  ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। স্বাভাবিক সময়ে ৪ বার আপ-ডাউন করলেও এখন শুধুমাত্র ২বার  আপডাউন করবে।এদিকে দীর্ঘদিন পর ট্রেন চলাচল শুরু করায় যাএীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। উল্লেখ্য , ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন থেকে প্রতিদিন ৫ থেকে ৬ হাজার যাএী ঢাকা চট্রগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকে।