ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিপুল পরিমান মাদকসহ মাদক কারবারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া, 12 July 2024, 37 বার পড়া হয়েছে,

শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পৃথক দুইটি অভিযানে বিপুল পরিমান মাদকসহ মোঃ জাহাঙ্গীর আলম (৫০)নামের এক চিহৃিত মাদক কারবারীকে গ্রেফতার করেছে কসবা থানা পুলিশ। মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৬০ কেজি গাঁজা, ৩০ বোতল ফেনসিডিল এবং ১১ বোতল স্কাফ সিরাপ। গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলম মেহারি ইউনিয়নের সাতপাড়া গ্রামের শাহ আলমের ছেলে। কসবা থানা পুলিশের উদ্ধৃতি থেকে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে ও (১২ জুলাই ) শুক্রবার সকালে উপজলার মেহারি ইউনিয়নের সাতপাড়া এবং কসবা-চৌমুহনী আঞ্চলিক সড়কের শাহপুরে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদকসহ তাকে গ্রেফতার করা হয়।এ ব্যাপারে কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজু আহমদ জানান,গোপন সংবাদের ভিত্তিতে বহস্পতিবার রাতে সাতপাড়া গ্রামে অভিযান চালিয়ে সাতপাড়া গ্রামের আলমগীরের বাড়ি থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়। পরে আলমগীরের বসত ঘর তল্লাশী করে ২০ কেজি গাঁজা, ৩০ বোতল ফেনসিডিল এবং ১১ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। জাহাঙ্গীর ও আলমগীর এরা দুজনই এলাকার চিহ্নিত মাদক কারবারী।

তিনি আরা জানান, এছাড়া শুক্রবার সকালে সাড়ে ০৮:৩০ মিনিটের দিকে কসবা-চৌমুহনি আঞ্চলিক সড়কের শাহপুর এলাকায় সিএনজি চালিত অটারিকশায় তল্লাশী চালিয়ে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের উপস্হিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী মোঃ মাসুক মিয়া, ছোটন রাজু ও জসিম পালিয় যায়। মাদক আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।