আইজিপি পুরস্কার পেলেন ওসি মহিউদ্দিন পিপিএম

ব্রাহ্মণবাড়িয়া, 9 July 2024, 86 বার পড়া হয়েছে,

শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম সেবা বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বি পি এম বার, পিপিএম এর দেওয়া পুরস্কার গ্রহণ করেছেন। আইজিপির পক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বিপিএম গতকাল ( ৮জুলাই ) সকাল ১১ টায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তার হাতে এ পুরস্কার তুলে দেন। এর আগে এক বিজ্ঞপ্তির মাধ্যমে আখাউড়া থানা পুলিশ এই প্রাপ্তির কথা নিশ্চিত করেছেন। এ বিষয়ে জানতে চাইলে আখাউড়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ মহিউদ্দিন পিএম সেবা জানান,যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একজন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হওয়ায় আমাকে মাননীয় আইজিপি মহোদয় আমার কাজের স্মৃতিস্বরূপ নগদ অর্থ পুরস্কৃত করেছেন। আমি আখাউড়া থানা পুলিশের পক্ষ থেকে মাননীয় আইজিপি মহোদয় চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বি পি এম বার, পিপিএম স্যার ও ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বি পি এম স্যারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি বলেন,যে কোন কাজের স্বীকৃতি পেলে ভালো লাগে পাশাপাশি দায়িত্ব আরও বেড়ে যায়। জনবান্ধব পুলিশিং সেবার মাধ্যমে যে কোন অপরাধ দমন করে একটি স্মার্ট ও সুন্দর দেশ গঠনে সহায়তা করে দেশের জন্য কাজ করে দেশকে এগিয়ে নিতে চাই।