বিজয়নগরে দুই পক্ষের সংঘর্ষ, আটক-২

ব্রাহ্মণবাড়িয়া, 5 June 2024, 89 বার পড়া হয়েছে,
বিজয়নগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (৫ জুন) দুপুর আড়াইটার দিকে সিংগারবীল ইউনিয়নের শ্রীপুর মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উপস্থিত ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ভোট গ্রহণ স্বাভাবিক করে।

আটককৃত দুইজন হলেন, শ্রীপুর এলাকার তাজুল ইসলামের ছেলে মো. ডালিম একই এলাকার মান্নার মিয়ার ছেলে নয়ন ভূঁইয়া।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুল ইসলাম জানান, খবর পেয়ে আমিসহ পুলিশের কয়েকটি টিম শ্রীপুর কেন্দ্রে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। দুইজনকে আটক করে বিস্তারিত জানার জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।

এর আগে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে টানা বিকেল ৪টা পর্যন্ত চলে। এদিকে নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে জানান বিজয়নগর উপজেলা নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহবুবুল হক। তিনি জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের, র‌্যাব, বিজিবি, আনসারের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছে।

নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১০টি ইউনিয়ন নিয়ে বিজয়নগর উপজেলা গঠিত। এ উপজেলায় ভোটার সংখ্যা ২ লাখ ১০ হাজার ৫৩৮। মোট ভোটকেন্দ্র ৭৮টি।

এদিকে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী থাকলেও ভোটের মাঠে সক্রিয় ৩ জন প্রার্থী আছেন, প্রার্থীরা হলেন- বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা মুকাই আলী ঘোড়া প্রতীক, লিরিক গ্রুপের ডিরেক্টর আল জাবের (জাবেদ আহমেদ) আনারস প্রতীক ও কাপ পিরিচ প্রতীক।