ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ১০ ঘণ্টা পর একাংশে গ্যাস সরবরাহ স্বাভাবিক 

ব্রাহ্মণবাড়িয়া, 24 May 2024, 23 বার পড়া হয়েছে,
মো. নিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ১০ ঘণ্টা পর একাংশে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে। লাইন মেরামত শেষে রাত সাড়ে ১২টার দিকে গ্যাস সরবরাহ শুরু হয়।
এর আগে বৃহস্পতিবার (২৩ মে) দুপুর ২টা থেকে জেলা সদরে ঘাটুরা থেকে সরাইল উপজেলায় গ্যাস সরবরাহ হঠাৎ বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন প্রায় আট হাজার গ্রাহক।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ইঞ্জিনিয়ার বিভাগের ম্যানেজার সাজ্জাদুর রহমান জানান, আশুগঞ্জ বন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত চারলেন সড়কের কাজ চলছে। দুপুর ২টার দিকে কাজ করার সময় সদর উপজেলার বুধল ইউনিয়নের নন্দনপুর এলাকায় গ্যাস সরবরাহ করা ৬ ইঞ্চি একটি পাইপ লিকেজ হয়ে যায়। ফলে ঘাটুরা সংযোগ বন্ধ করা হয়। এতে সরাইল পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ হয় থাকে। পরে মেরামত শেষে রাত সাড়ে ১২টার দিকে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হয়।