ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় প্রাণ গেল এক কলেজ ছাত্রের

ব্রাহ্মণবাড়িয়া, 30 April 2024, 34 বার পড়া হয়েছে,
মোঃ নিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর এলাকায় সোমবার (২৯ এপ্রিল) বিকালে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে শাহাদাত হোসেন (১৮) নামে এক একাদশ শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তার লাশ জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে।
নিহত শাহাদাত জেলার আখাউড়া উপজেলার আনোয়ারপুর গ্রামের সাদেকুল ইসলামের ছেলে।
শাহাদাত ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্র ছিলেন।
তবে পড়াশোনার জন্য ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কলেজ পাড়ার খান টাওয়ারের সামনে বোন ববিতা বেগমের সঙ্গে থাকতেন। তার মা শিরিন বেগম ব্রাহ্মণবাড়িয়া ডাকঘরে চাকরি করেন।
প্রত্যক্ষদর্শী, সিসিটিভি ফুটেজ ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকালে আখাউড়া থেকে মোটরসাইকেলে করে এক বন্ধুকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া উদ্দেশ্যে রওয়ানা হন শাহাদাত। বিকেল সাড়ে ৫টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর এলাকায় সামনে ট্রাককে অতিক্রম করার চেষ্টা করেন তিনি।
এ সময় সামনের দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি ধাক্কা লেগে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হন মোটরসাইকেল আরোহী শাহাদাত। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে মোটরসাইকেলের পেছনে থাকা শাহাদাতের বন্ধু বেঁচে যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসে।সেখানকার মর্গে তার লাশ রাখা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, ট্রাকের নিচে চাপা পড়ে ওই কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।