ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির উদ্যোগে সাধারণ মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া, 30 April 2024, 14 বার পড়া হয়েছে,
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় তাপদাহের কারণে তৃষ্ণার্ত সাধারণ মানুষের মাঝে প্রশান্তি এনে দিতে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা।
রবিবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলা পরিষদের সামনে এই কর্মসূচী পালন করা হয়। এ সময় সড়কে চলাচলকারী অন্তত দেড়হাজার পথচারি ও গাড়ি চালকদের মাঝে নেতাকর্মীরা পানি ও স্যালাইন বিতরণ করেন। বিতরণকালে জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকনসহ যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।