মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : তাপমাত্রার সাথে পাল্লা দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ছে গরমজনিত রোগ বালাই। প্রায় সব বয়সের মানুষ আক্রান্ত হচ্ছেন উচ্চ তাপমাত্রা থেকে সৃষ্ট হওয়া নানান রোগ বালাইয়ে। এতে এতে বেশি আক্রান্ত হচ্ছে নবজাতক ও শিশুরা। প্রতিদিনই ঠান্ডা, নিউমোনিয়া ও ডায়রিয়া সহ নানান মৌসুমী রোগ বালাই নিয়ে শিশুরা ভর্তি হচ্ছে হাসপাতালে। ধারণ ক্ষমতার চেয়েও কয়েকগুণ বেশি রোগী ভর্তি হচ্ছে হাসপাতালে। গত কয়েকদিনে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে এমন চিত্রই দেখা গেছে। এদিকে শয্যা সংখ্যার কয়েকগুণ বেশি রোগী ভর্তি হওয়ায় অতিরিক্ত রোগীকে চিকিৎসা নিতে হচ্ছে মেঝেতে এবং বারান্দায়।
এদিকে অতিরিক্ত রোগীর চাপে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক নার্স সহ হাসপাতাল কর্তৃপক্ষের। সংশ্লিষ্টরা বলছেন স্বাভাবিক সময়েই হাসপাতালের চিকিৎসক নার্স সহ অন্যান্য জনবল অপ্রতুল থাকে। গরমের কারণে রোগীর চাপ বেড়ে যাওয়ায় সীমিত জনবল নিয়ে চিকিৎসা প্রদান করতে হাসপাতাল কর্তৃপক্ষের হিমশিম খেতে হচ্ছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে সীমিত জনবল নিয়ে রোগীদের সুচিকিৎসার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট সকলে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এদিকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে শিশুদের ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। হাসপাতালে কর্মরত চিকিৎসকরা জানান, বয়স্ক রোগীদের ওষুধ পর্যাপ্ত থাকলেও শিশুদের ওষুধের সরবরাহ নাই বললেই চলে। বিশেষ করে শিশুদের চিকিৎসায় অপরিহার্য স্বল্পমূল্যের বিভিন্ন সিরাপ যেমন প্যারাসিটামল ও হিস্টাসিন সিরাপের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে বিভিন্ন জটিল রোগ নিয়ে ভর্তি হওয়া শিশুদের সুচিকিৎসা ব্যাহত হচ্ছে।
চিকিৎসকরা গরমে অসুস্থতা প্রতিরোধে শিশুদেরকে খোলামেলা পরিবেশে পাতলা সুতি কাপড় পরিয়ে রাখার পরামর্শ দেন।