গণমাধ্যম সমাজ জীবনের দর্পন -জাকারিয়া…
4 July 2021,
1118085 বার পড়া হয়েছে,
কোকিল কান্দে-কোকিল কান্দেরে -কান্দে কোকিল সর্বহারা হইয়া-(১)
উচ্চ সুরে ডাকে কোকিল-বন্ধুয়ার নাম লইয়া-(২)
কদম ডালে বসে রে কোকিল-কদমের ফুলকাইয়া-
না বুঝিয়া করলে পিরিত -যাবে তো মরিয়া-(৩)
বনে বনে ঘুরে রে কোকিল-বন্ধু হারা হইয়া =অহ র্নিশি কান্দে কোকিল-বন্ধুরে ভাবিয়া-(৪)
চটি পাড়ার মিজান সরকার -প্রাণ বন্ধুর লাগিয়া =তোরই মত আমার দশা কোকিল -তোমায় যাই বলিয়া =