২৫ মার্চ গণহত্যা দিবসে সরাইলে আলোচনা সভা 

ব্রাহ্মণবাড়িয়া, 26 March 2024, 27 বার পড়া হয়েছে,
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদার সাথে পালিত হয়েছে জাতীয় গণহত্যা দিবস ২০২৪। দিবসটি উপলক্ষ্যে সোমবার বেলা সাড়ে দশটার দিকে আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেজবা উল আলম ভূইঁয়া।বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার( ভূমি) নাছরিন সুলতানা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আবু হানিফ মিয়া, সরাইল থানা পরিদর্শক (তদন্ত) আ,স,ম আতিকুর রহমান। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোছা.নাজমা বেগম,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোছা বিউটি আক্তার,উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. ইসমত আলী, উপজেলা ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন,পানিশ্বর ইউপি আ’লীগের সাধারণ সম্পাদক মো.আমজাদ হোসেন,আওয়ামী লীগ নেতা মো.মাহফুজ আলী ও হাজী ইকবাল হোসেন। আলোচনা শেষে চিত্রাংকন প্রতিযোগাতায় বিজয়ী শিশু শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ, শহীদের প্রতি পুষ্পমাল্য অর্পণও ভয়াল কালো রাতে শহীদদের আত্মার  মাগফিরাত  কামনা করে দোয়া মোনাজাত করা হয়।