বাংলাদেশ বিমানের কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস ভূইয়া আর নেই

ব্রাহ্মণবাড়িয়া, 24 March 2024, 78 বার পড়া হয়েছে,

শেখ কামাল উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার আড়াইবাড়ী দরবার শরীফের মরহুম গোলাম হাক্কানী পীর সাহেব (রঃ) এর ২য় মেয়ের জামাতা; হযরত মাওলানা এবিএম গোলাম কিবরিয়া সাঈদী, মুহতারাম মোহাম্মদ গোলাম কবির সাঈদী, হযরত মাওলানা মরহুম গোলাম সারোয়ার সাঈদী পীর সাহেব (র) দরবার শরীফের বর্তমান পীর হযরত মাওলানা গোলাম খাবীর সাঈদী, হযরত মাওলানা গোলাম হাদী সাঈদী সাহেবগণের ভগ্নিপতি; নবীনগর উপজেলার বিশিষ্ট সমাজসেবক মরহুম মো. সিরাজুল ইসলাম মাস্টার সাহেবের বড় ছেলে; জনাব মোহাম্মদ ফুজাইল ইবনে ইলিয়াস এর শ্রদ্ধাভাজন বাবা; বাংলাদেশ বিমানের কাতার স্টেশনের কান্ট্রি ম্যানেজার, একজন শান্ত. মানবিক ও পরোপকারী অফিসার জনাব মোহাম্মদ ইলিয়াস ভূইয়া (৬০) গতকাল ২৪ মার্চ ২০২৪, রবিবার সকাল ৯.৪০ মিনিটে কাতারে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।